বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ময়মনসিংহ এসপির দিকনির্দেশনা 

ময়মনসিংহ প্রতিনিধি 

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ময়মনসিংহ এসপির দিকনির্দেশনা 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ জেলায় নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নির্বাচন ডিউটি সংক্রান্তে শুক্রবার (৫ জানুয়ারি) ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ব্রিফিং প্রদান করেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ। তিনি বলেন, আপনারা সততার ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক গৃহীত পুলিশী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার ।

এ সময় উপস্থিত ছিলেন মো. রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, শামীম আহামমদ, অতিরিক্ত পুলিশ সুপার, ফাল্গুনী নন্দী, (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার, (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপাররা) ময়মনসিংহ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ এবং বিভিন্ন ইউনিট হতে আগত সিনিয়র অফিসাররা।

টিএইচ